ছোটবেলা থেকে নাচ, গান, আবৃত্তি শিখেছেন জান্নাতুল সুমাইয়া হিমি। কচিকাঁচা ও ছায়ানটের শিক্ষার্থী হওয়ার সুবাদে বিটিভির শিশুতোষ অনেক অনুষ্ঠানে অংশ নিতেন তখন থেকেই। এখন ব্যস্ত অভিনয় আর মডেলিংয়ে। চলচ্চিত্রও করেছেন। তবে করোনাকালে কমেছে কাজ। ২০১৪ সালে ‘মডেল হান্ট’ নামে একটি প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন হিমি। পরে অংশ নেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায়। হিমির আদুরে লুক জুটিয়েছে অনেক ভক্ত-অনুরাগী। একঝলকে দেখে নিন এ সুন্দরীর নানা ভঙ্গির স্থিরচিত্র। ছবি : সংগৃহীত