খাগড়াছড়িতে গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক
খাগড়াছড়ির রামগড় উপজেলায় রাশেদা আক্তার (২০) নামের এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পূর্ব বলিপাড়ায় এ ঘটনা ঘটে। এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাশেদা আক্তারের স্বামী ওমর ফারুককে আটক করেছে পুলিশ।
ওমর ফারুকের দাবি, আজ ভোরে ঘর থেকে বের হলে রাশেদা আক্তারকে সাত থেকে আটজন মুখোশধারী সন্ত্রাসী এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় বাধা দিতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় তিনিও আহত হন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, তিন বছর আগে রাশেদা আক্তার ও ওমর ফারুকের বিয়ে হয়। তাঁদের ঘরে দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে। পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ওমর ফারুক বর্তমানে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন।
রাশেদার বাবা আবু ছৈয়দ এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে জানান, তাঁর মেয়ের জামাই ও শাশুড়িসহ পরিবারের লোকজনই এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগেও একবার গলা টিপে তাঁর মেয়েকে হত্যার চেষ্টা করা হয়। এ নিয়ে ওই সময় সামাজিকভাবে বিচার সালিশ হয়েছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রাশেদার বাবার বাদী হয়ে থানায় মামলা করার কথা রয়েছে।