হংকংয়ের হাসপাতাল ব্যবস্থা ‘ভেঙে পড়ার’ মুখে
নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা হঠাৎ করে বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে হংকং। এ অবস্থায় হংকংয়ের হাসপাতাল ব্যবস্থা ‘ভেঙে’ পড়ার আশঙ্কা করে সতর্কবার্তা দিয়েছেন হংকংয়ের প্রশাসনিক নেতা ক্যারি ল্যাম। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
হংকং ‘বড় পরিসরে গোষ্ঠী সংক্রমণের মুখে দাঁড়িয়ে’ এমন সতর্কবার্তা দিয়ে শহরের বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছেন ক্যারি ল্যাম।
বাড়ছে রোগী, বাড়ছে কড়াকড়ি
হংকংয়ে হুট করেই কোভিড-১৯ রোগী শনাক্তের সংখ্যা বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে আজ বুধবার থেকে হংকংয়ে রেস্তোরাঁয় বসে খাওয়া বন্ধ করা হয়েছে। এ ছাড়া পরিবারের বাইরে একসঙ্গে সর্বাধিক দুজন দেখা করতে পারবে। মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।
এ ছাড়া পানশালা, ব্যায়ামাগার ও বিউটি পার্লার বন্ধ করে দেওয়া হয়েছে ইতোমধ্যে।
হংকংয়ে প্রায় প্রতিদিন ১০০ বা তার বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে দুই হাজার ৮৫৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছে এক হাজার ৫২৭ জন। দেশটিতে করোনায় মারা গেছে ২৩ জন।