সড়ক দুর্ঘটনায় মালিতে ২২ জনের মৃত্যু
পশ্চিম আফ্রিকার দেশ মালির দক্ষিণাঞ্চলে একটি ট্রাকের সঙ্গে বাসের ধাক্কায় অন্তত ২২ জনের প্রাণহানি ঘটেছে। এতে গুরুতর আহত হয় আরো ২১ জন।
মঙ্গলবার দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, বানকৌমানায় গিনি সীমান্তের কাছের কানগাবা শহর অভিমুখী জাতীয় মহাসড়কে স্থানীয় সময় সকাল ৯টায় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ১৯ জন নিহত ও ২১ জন আহত হয়। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আহতদের রাজধানী বামাকোর একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধার কর্মকর্তাদের মতে, গাড়ির গতি বেশি থাকায় এবং সড়ক আইন অমান্য করায় দুর্ঘটনাটি ঘটেছে।
উল্লেখ্য, দুর্বল সড়ক ব্যবস্থাপনার কারণে মালিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। গত ২০ মে মালির দক্ষিণাঞ্চলে বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ২০ জনের মৃত্যু হয়েছিল।