২০১৬ সালে এফডিসিতে কোরবানি দেওয়া শুরু করেন চিত্রনায়িকা পরী মণি। এর আগে এফডিসিতে কোরবানি দেওয়ার রেওয়াজ ছিল না। প্রতিবছরের মতো এবারও তিনি কোরবানি দিয়েছেন। এবার কোরবানি দিয়েছেন পাঁচটি গরু। আজ (১ আগস্ট) বিকেলে এফডিসিতে উপস্থিত হয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের মাঝে কোরবানির মাংস বিতরণ করেন তিনি। এফডিসিতে কোরবানি দেওয়ার পর থেকে পরী কলাকুশলীদের কাছে ‘রানিমা’ নামে খ্যাত হন। আজ পরী পরেছিলেন সাদা শাড়ি, বাটিকের ব্লাউজ। শাড়ির পাড়ের সঙ্গে ম্যাচ করে ছিল হাতে চুড়ি ও কানে ঝুমকা। খোঁপায় ছিল সাদা ফুল। একঝলকে দেখে নিন পরীর মাংস বিতরণ কার্যক্রমের স্থিরচিত্র। ছবি : মোহাম্মদ ইব্রাহিম