আপনার জিজ্ঞাসা
আত্মহত্যার নিয়ন্ত্রণ কার হাতে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭২৬তম পর্বে কানাডার টরন্টো থেকে ই-মেইলের মাধ্যমে হত্যাকাণ্ড ও আত্মহত্যায় আল্লাহর নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চেয়েছেন কাজী ফজল। অনুলিখন : মনিরুজ্জামান মনু।
প্রশ্ন : জন্ম-মৃত্যু আল্লাহর হাতে। হত্যাকাণ্ড ও আত্মহত্যাও কি আল্লাহর হাতে নিয়ন্ত্রিত?
উত্তর : আল্লাহর হাতে নিয়ন্ত্রিত বলতে আপনি যদি বোঝান যে আল্লাহ রাব্বুল আলামিন করিয়েছেন, তাহলে তা শুদ্ধ নয়। কিন্তু মানুষ তার কাজের মাধ্যমে সেটা অর্জন করে। তার এখতিয়ারটুকু সেখানে কাজ করে। তবে গোটা সৃষ্টিজগতের এই সৃষ্টির যত কিছু আছে, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের হুকুমের বাইরে নয়। হুকুমের অধীনে এতে কোনো সন্দেহ নেই।