জঙ্গি হামলার আশঙ্কায় বন্ধ আইফেল!
ফ্রান্সের রাজধানী প্যারিসে গতকাল রোববারের সকালটি ছিল অন্যদিনগুলোর মতোই। নগরীর প্রধান আকর্ষণ আইফেল টাওয়ার দেখতে ভিড় জমিয়েছিলেন অন্তত ৩০ হাজার দর্শক। এর মধ্যেই হঠাৎ আইফেল টাওয়ার বেয়ে উঠতে দেখা যায় তিনজনকে। প্রত্যেকের কাঁধে একটা করে বড় ব্যাগ।
জঙ্গি হামলার আশঙ্কায় ওই তিনজনকে ধরতে ঝাঁপিয়ে পড়ে নিরাপত্তাবাহিনী। খালি করে দেওয়া হয় আইফেল টাওয়ার চত্বর। বিশেষ নিরাপত্তা বাহিনী, হেলিকপ্টারও এসে যায় সাথে সাথে। কিন্তু এত তৎপরতার পরও সাথে সাথে ধরা পড়েননি ওই তিন সন্দেহভাজন।
ঘটনার পর পরই আশপাশের এলাকায় তল্লাশি শুরু করে ফরাসি পুলিশের সন্ত্রাস দমন শাখা। বিভিন্ন সময় এই আইফেল টাওয়ার ওড়ানোর হুমকি দিয়েছে কট্টরপন্থী জঙ্গিরা। সে রকমই কিছু ঘটতে পারে আশঙ্কায় সতর্কতা জারি করে পুলিশ।
রয়টার্স জানিয়েছে, ঘটনার জেরে গতকাল সারা দিন বন্ধ ছিল আইফেল টাওয়ার। স্থানীয় সময় সন্ধ্যার কিছু আগে দর্শনার্থীদের জন্য তা খুলে দেওয়া হলেও আর কোনো পর্যটক আসেননি লা ক্রিফ পত্রিকার বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সকালের এই ঘটনা নিয়ে দিনভর ফরাসি নিরাপত্তাবাহিনীর নানা তৎপরতা চলে। অবশেষে আজ সোমবার সকালে সিসিটিভির ফুটেজ দেখে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ।
তবে আটককৃত ব্যক্তি জানিয়েছেন, প্যারাগ্লাইডিংয়ের জন্যই টাওয়ার বেয়ে উঠছিলেন তিনবন্ধু। এর আগেও বিশ্বের বিভিন্ন বিখ্যাত ভবন থেকে প্যারাগ্লাইডিং করেছিলেন তাঁরা। ফরাসি পুলিশ জানিয়েছে, আটককৃতের দাবি সত্যি বলে মনে হয়েছে তাঁদের কাছে। এ ছাড়া আটককৃত ব্যক্তি ইতালির খ্যাতিমান প্যারাগ্লাইডিং সংস্থা ‘গেদে দেফ্রু’-এর একজন সক্রিয় সদস্য। তবে এই প্যারাগ্লাইডাররা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে আইফেল টাওয়ারে ওঠার অনুমতি নিয়েছিল কি না তা জানায়নি পুলিশ।