ডিগ্রির ফল প্রকাশ, পাস করল ৭১ শতাংশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৩ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের তৃতীয় বর্ষের চূড়ান্ত পরীক্ষায় এক লাখ ৫১ হাজার ৫৭৬ জন শিক্ষার্থীর মধ্যে এক লাখ আট হাজার ৩৫৭ জন পাস করেছে। পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ।
আজ সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাত ৮টার পর থেকে পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এ ছাড়া যেকোনো মোবাইল ফোন অপারেটর থেকে এসএমএম করেও পরীক্ষার ফল জানা যাবে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার ডিগ্রির চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগ পেয়েছেন আট হাজার ৭৫১ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৮২ হাজার ১৮ জন এবং তৃতীয় বিভাগ পেয়েছেন ১৭ হাজার ৪৪০ জন। শুধু পাস করেছেন ১৪৮ জন।
এই ফলাফলের মধ্যে বিএ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি প্রথম বিভাগ পেয়েছে। ৪৮ হাজার ৫৮৭ জন বিএ পরীক্ষা দিয়ে পাস করেছেন ৩৪ হাজার ৫৫৯ জন। পাসের হার ৭১ দশমিক ১৩ শতাংশ। বিএ শিক্ষার্থীদের মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন তিন হাজার ৯২৬ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ২৬ হাজার ৬১৮ জন। তৃতীয় বিভাগ পেয়েছেন তিন হাজার ৯৮৯ জন। শুধু পাস করেছেন ২৬ জন।
৬৬ হাজার ৮৫২ জন বিএসএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ২৮৭ জন। পাসের হার ৭২ দশমিক ২৩ শতাংশ। বিএসএস শিক্ষার্থীদের মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন দুই হাজার ৮৬১ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ৩৭ হাজার ৯৩৩ জন। তৃতীয় বিভাগ পেয়েছেন সাত হাজার ৪৪৩ জন। শুধু পাস করেছেন ৫০ জন।
৩৩ হাজার ৪২৯ জন বিকম/বিবিএস পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ২৩ হাজার ৬৮৪ জন। পাসের হার ৭০ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন এক হাজার ৪৪৭ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন ১৬ হাজার ২৪০ জন। তৃতীয় বিভাগ পেয়েছেন পাঁচ হাজার ৯২৬ জন। শুধু পাস করেছেন ৭২ জন।
দুই হাজার ৭০৮ জন বিএসসি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৮২৭ জন। পাসের হার ৬৭ দশমিক ৪৭ শতাংশ। এর মধ্যে প্রথম বিভাগ পেয়েছেন ৫১৭ জন। দ্বিতীয় বিভাগ পেয়েছেন এক হাজার ২২৭ জন। তৃতীয় বিভাগ পেয়েছেন ৮৩ জন।
এ ছাড়া আজ সার্টিফিকেট কোর্স পরীক্ষা এবং ডিগ্রির প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়। সার্টিফিকেট কোর্স পরীক্ষায় দুই হাজার ৪৬৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন এক হাজার ৩৬৯ জন। পাসের হার ৫৫ দশমিক ৫৬ শতাংশ। ডিগ্রি প্রথম বর্ষে পরীক্ষা দেন দুই লাখ ২৬ হাজার ৫৩ জন। উত্তীর্ণ হয়েছেন দুই লাখ সাত হাজার ৪৬০ জন। পাসের হার ৯০ দশমিক ৫৮ শতাংশ। ডিগ্রি দ্বিতীয় বর্ষে পরীক্ষা দিয়েছেন এক লাখ ৫১ হাজার ৫০৭ জন। উত্তীর্ণ হয়েছেন এক লাখ ৪২ হাজার ১২৮ জন। পাসের হার ৭১ দশমিক ৪৯ শতাংশ।
যেভাবে জানা যাবে ফল :
জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার্থীর রোল ও কলেজওয়ারি ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd) ও www.nubd.info -তে জানা যাবে। যেকোনো মুঠোফোন থেকে এসএমএস করেও ফল জানা যাবে। এ ক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে nu স্পেস deg স্পেস Roll No লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএসএসে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
গত ১৮ এপ্রিল থেকে ২০ জুন পর্যন্ত ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষা সম্পন্ন হয়। সারা দেশে ৬৮১ কেন্দ্রে এক হাজার ৬৮১টি কলেজে মোট পাঁচ লাখ ৩২ হাজার ৭৯ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।