ব্রিটিশ ‘চ্যাভেনিং বৃত্তির’ জন্য আবেদন আহ্বান
তরুণদের মেধা ও নেতৃত্ব বিকাশের সুযোগ দিতে ব্রিটিশ কর্তৃপক্ষ ‘চ্যাভেনিং বৃত্তির’ জন্য বাংলাদেশি প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।
গতকাল সোমবার ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনার ২০১৬-১৭ সালের জন্য এ বৃত্তি আহ্বান করে। বাংলাদেশি তরুণরা আগামী ৩ নভেম্বর পর্যন্ত এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
ব্রিটিশ পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের (এফসিও) অর্থায়নে পরিচালিত এ বৃত্তির জন্য সারা বিশ্ব থেকেই তরুণদের মনোনীত করা হয়। ব্রিটিশ দূতাবাস ও হাইকমিশন পরীক্ষার মাধ্যমে মেধাবী তরুণদের মনোনীত করে। এর আওতায় ‘চ্যাভেনিং বৃত্তি’ ও ‘চ্যাভেনিং ফেলোশিপ’ নামে দুই ধরনের বৃত্তি দেওয়া হয়।
‘চ্যাভেনিং বৃত্তির’ আন্তর্জাতিকবিষয়ক কর্মকর্তা হ্যারিশ লোখন এ বৃত্তির কাজে দুদিনের (২০ ও ২১ সেপ্টেম্বর) ঢাকায় সফর করেন বলেও হাইকমিশন সূত্রের বরাত দিয়ে আজ মঙ্গলবার জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
এ বৃত্তির মাধ্যমে তরুণরা তাঁদের পেশাগত নেতৃত্ব ও যোগাযোগ উন্নয়নের সুযোগ পান। পাশাপাশি তাঁরা ব্রিটেনে শিক্ষা-সামাজিক-অর্থনৈতিক বিষয়ে অবদান রাখার সুযোগ পান।
এ ব্যাপারে বিস্তারিত জানান জন্য আবেদনে ইচ্ছুক প্রার্থীদের http://unb.com.bd/chevening-scholarships#sthash.lxfAEK8u.dpuf ভিজিট করার আহ্বান জানানো হয়েছে।