জাতীয় বিশ্ববিদ্যালয়
ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের প্রথম বর্ষের ফল প্রকাশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স প্রথম বর্ষ পরীক্ষার ফল বুধবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে। সারা দেশের ৭০৫টি কেন্দ্রে এক হাজার ৮৯২টি কলেজের সর্বমোট ২ লাখ ৫২ হাজার ৭৮৭ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেছে। গড় পাসের হার ৮৮ দশমিক ২০ শতাংশ।
পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজওয়ারী ফল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/results) থেকে জানা যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।