মাহাথিরের নতুন রাজনৈতিক দল ‘পেজুয়াং’
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন আগেই, এবার দলের নাম প্রকাশ করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
সিঙ্গাপুরভিত্তিক সিএনএ জানায়, মাহাথির মোহাম্মদের নতুন দলের নাম ‘পেজুয়াং’। মালয় শব্দ পেজুয়াং অর্থ যোদ্ধা।
বুধবার এক ফেসবুক পোস্টে দলের নাম প্রকাশ করেন মাহাথির। পেজুয়াং দলে যোগ দিতে দেশটির মানুষের প্রতি আহ্বান জানান তিনি।
মাহাথির বলেন, ‘যদি আপনি অর্থ এবং পদ চান তাহলে অন্য দলে যোগ দেন। আর যদি আপনার মর্যাদা এবং অধিকার ফিরে পেতে চান তাহলে পেজুয়াংকে বাছাই করুন।’
গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন মাহাথির।
৯৫ বছর বয়সী মাহাথির বলেন, ‘আমাদের উদ্দেশ্য দুর্নীতি নির্মূল করা। দেশে এখন নতুন নেতৃত্ব অর্থ লাভের জন্য রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করছে।’ তিনি আরো বলেন, ‘পেজুয়াং মালয়েশিয়ার বিভিন্ন ইস্যু নিয়েই কাজ করবে। এটি দেশের সংখ্যালঘু গোষ্ঠীর স্বার্থকেও প্রাধান্য দেবে। আমরা খুব সচেতন যে, আমাদের দেশ একটি বহুবর্ণের দেশ।’
এ বছরের শুরুতে মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টি বা পার্টি প্রিভূমি বারসাতু মালয়েশিয়া থেকে ছেলেসহ বরখাস্ত হন মাহাথির। এর পরই নতুন সরকারি জোট গঠনের ব্যাপারে নানা গুঞ্জন তৈরি হয়।
মাহাথির ১৯৮১ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত দীর্ঘ ২২ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।