খাগড়াছড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নারী নিহত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মোর্শেদা বেগম (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে তাঁর ছোট ছেলে মো. আহাদ (১০)। গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগমের স্বামী সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আবদুল মালেক।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব জানান, সন্ত্রাসীরা গতকাল দিবাগত রাতে আবদুল মালেকের ঘর লক্ষ্য করে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে মোর্শেদা ও তাঁর ছেলে গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাঁদের গুলিবিদ্ধ অবস্থায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন। তাঁর ছেলে আহাদ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো জানা যায়নি। সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আবদুল মালেক এ ঘটনার জন্য প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।