অধিকার পুনঃপ্রতিষ্ঠায় উদ্ভাসিত হোক ঈদ
মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় উদ্ভাসিত হবে আজকের পবিত্র ঈদুল আজহা। এমনটিই মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ শুক্রবার ঈদের নামাজ শেষে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই পবিত্র ঈদ। আজকের এই পবিত্র দিনে সমগ্র দেশবাসীর প্রতি আমার ঈদ মোবারক। আজকের এই ত্যাগের মহিমা ছড়িয়ে যাক সারা দেশে। সৃষ্টি হোক এক নতুন বন্ধুত্বের, নতুন ভ্রাতৃত্বের, শান্তি এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় উদ্ভাসিত হোক আজকের এই দিন।’
এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ঈদের নামাজ আদায় করেন। ঠাকুরগাঁওয়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সেখানে সকাল সাড়ে ৮টায়।
নামাজে ইমামতি করেন জেল মসজিদের ইমাম মাওলানা খলিলউল্লাহ। নামাজে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র এস এম এ মঈন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলামসহ প্রায় ২০ হাজার মুসল্লি অংশ নেন। নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।