যুক্তরাজ্যে ছায়া প্রতিমন্ত্রী হলেন টিউলিপ
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির ছায়া প্রতিমন্ত্রী হয়েছেন টিউলিপ সিদ্দিক। ছায়া মন্ত্রিসভায় তাঁকে সংস্কৃতি, গণমাধ্যম ও ক্রীড়াবিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল শনিবার রাতে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত প্রেস মিনিস্টার নাদিম কাদির টেলিফোনে বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান।
টিউলিপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক গত ৭ মে অনুষ্ঠিত নির্বাচনে লেবার পার্টি থেকে লন্ডনের হ্যাম্পস্টিড ও কিলবার্ন আসনে জয়ী হন। তিনি কনজারভেটিভ দলের প্রার্থী সাইমন মার্কাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এক হাজার ১৩৮ ভোটের ব্যবধানে ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হয়েছেন।
এই নির্বাচনে আরো দুজন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী ও ড. রুপা হক ব্রিটিশ পার্লামেন্টে এমপি নির্বাচিত হন।