সাবরিনা সুলতানা কেয়া। চলচ্চিত্রের দর্শকের কাছে তিনি কেয়া নামেই পরিচিত। নির্মাতা মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ ছবি দিয়ে ঢালিউডে যাত্রা। শুরুতেই নায়ক হিসেবে পান রিয়াজ ও আমিন খানকে। এরপর শাকিব খানের বিপরীতে অভিনয় করেন। খুব অল্প সময়ে বেশকিছু চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। গ্ল্যামার, অভিনয়, নাচ—সব দিক দিয়ে দক্ষতা দেখিয়েছেন তিনি। মাঝে দীর্ঘ বিরতি। সম্প্রতি ফের চলচ্চিত্রে অভিনয় করছেন। ‘ইয়েস ম্যাডাম’ শিরোনামে এ ছবি পরিচালনা করছেন রাকিবুল ইসলাম রাকিব। ফের চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করতে চান বলে জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ছবি দিয়ে উষ্ণতা ছড়াচ্ছেন। একঝলকে দেখুন কেয়ার সাম্প্রতিক ফটোশুট। ছবি : ফেসবুক থেকে