ভাণ্ডারিয়াকে পৌরসভা করায় প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা
পিরোজপুরের ভাণ্ডারিয়াকে পৌরসভা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল ৫টায় ভাণ্ডারিয়া উপজেলা বাসস্ট্যান্ডের কলেমা চত্বরে সর্বস্তরের নাগরিক সমাজ আয়োজিত সভায় ওই দোয়া করা হয়।
এ সময় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী এবং জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি।
মোনাজাতে উপজেলার বিভিন্ন স্তরের কয়েক হাজার লোক উপস্থিত ছিলেন। মোনাজাত পরিচালনা করেন টুঙ্গিপাড়া কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নওয়াব আলী।