ইলিশ ধরতে এসে আরো ১০৪ ভারতীয় জেলে আটক
বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ শিকার করতে এসে আটক হয়েছেন আরো ১০৪ ভারতীয় জেলে। এ সময় আটক করা আটটি ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ উদ্ধার করেছে নৌবাহিনী। এ নিয়ে গত দুদিনে মোট ১৬৫ জনকে আটক করা হলো।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, মংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের বোর পয়েন্ট (বাংলাদেশ জলসীমায়) এলাকায় গতকাল মঙ্গলবার গভীর রাতে অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল ভারতীয় জেলেরা। এ সময় ওই এলাকায় টহলরত নৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্মা আটটি ট্রলারসহ ১০৪ ভারতীয় জেলেকে আটক করে। আটক ট্রলার থেকে বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
আটকদের মংলার দিগরাজ নৌঘাঁটিতে আনার পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে। অনুপ্রবেশ ও মাছ শিকারের অভিযোগে ভারতীয় জেলেদের বিরুদ্ধে আজ বুধবার বিকেলেই মামলা করার কথা রয়েছে। তাঁদের সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বলে জানান ওসি।
এর আগে গত সোমবার রাতে একই এলাকা থেকে পাঁচটি ট্রলারসহ ৬১ ভারতীয় জেলেকে আটক করা হয়। রাতেই সঞ্জয় সামন্ত নামের এক ভারতীয় জেলে ট্রলারের বাথরুমে ঢুকে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। তাঁর লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।