ভেনেজুয়েলায় ‘মার্কিন গুপ্তচর’ আটক
ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ফ্যালকন প্রদেশের দুটি তেল পরিশোধনাগারের কাছ থেকে ‘যুক্তরাষ্ট্রের এক গুপ্তচরকে’ আটক করা হয়েছে বলে দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
টেলিভিশনে গতকাল শুক্রবার প্রচারিত এক ভাষণে নিকোলাস মাদুরো জানিয়েছেন, আটক কথিত মার্কিন গুপ্তচরের কাছে অস্ত্র ও বিপুল অর্থ পাওয়া গেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
মাদুরো জানান, গত বৃহস্পতিবার ফ্যালকন প্রদেশের আমুয়া ও কার্ডন তেল পরিশোধনাগারের নিকটবর্তী এলাকা থেকে গত বৃহস্পতিবার ওই মার্কিন গুপ্তচরকে আটক করা হয়।
মাদুরো আরো জানান, আটক ওই ব্যক্তি একজন মেরিন সদস্য। তিনি ইরাকে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ঘাঁটিতে কাজ করেন। এর বেশি কিছু জানাননি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট।
এদিকে কথিত গুপ্তচর আটকের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো কোনো মন্তব্য করেনি।
নিকোলাস মাদুরো শুক্রবারের ভাষণে অন্য প্রসঙ্গে জানিয়েছেন, সম্প্রতি ভেনেজুয়েলা কর্তৃপক্ষ দেশটির উত্তরাঞ্চলীয় কারাবোবো প্রদেশের এল পালিতো পরিশোধনাগারে বিস্ফোরণ ঘটানোর উদ্দেশ্যে হামলার একটি চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে। তবে এ বিষয়েও আর কিছু খোলাসা করেননি মাদুরো।
এদিকে, গত মাসে মার্কিন সেনাবাহিনীর সাবেক দুই সদস্যকে মাদুরোকে উৎখাতের অপচেষ্টার দায়ে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন ভেনেজুয়েলার একটি আদালত। তবে সমাজবাদী নিকোলাস মাদুরোর কট্টর বিরোধী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন।