মাছ কিনতে গিয়ে পানিতে ডুবে ব্যবসায়ীর মৃত্যু
নিলামে মাছ কিনতে গিয়ে জেটি থেকে পা পিছলে নদীতে পড়ে বাগেরহাটের মাছ ব্যবসায়ী চিত্ত রঞ্জন দাম (৬৫) মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে মংলার পশুর নদীতে তার লাশ ভেসে উঠতে দেখে মংলা নৌবাহিনীতে খবর দেয় স্থানীয় জেলেরা।
চিত্ত রঞ্জনের ছেলে তুষারের বরাত দিয়ে মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতীয় জেলেদের কাছ থেকে জব্দ করা ইলিশ মাছের নিলাম চলছিল মংলা নৌবাহিনীর ক্যাম্প সংলগ্ন নদীর ঘাটের জেটিতে। ওই নিলামে বাগেরহাটের মাছ ব্যবসায়ী চিত্তরঞ্জন দাম ও তাঁর ছেলে তুষার দাম অংশ নেন।
নিলামের সর্বোচ্চ দরদাতা হিসেবে চিত্ত রঞ্জন দাম চার লাখ টাকায় ওই মাছের নিলাম পান। পরে রাত সাড়ে ১০টার দিকে মাছ বুঝে নিতে গিয়ে হঠাৎ জেটি থেকে বাবা-ছেলে পশুর নদীতে পড়ে যান। ছেলে সাঁতরে তীরে উঠতে পারলেও বাবা চিত্ত রঞ্জন দাম নদীতে নিখোঁজ হন। পরে আজ সকালে স্থানীয় জেলেরা মংলার কোস্টগার্ড ক্যাম্পের কাছে তাঁর লাশ ভেসে উঠতে দেখে নৌবাহিনীর সদস্যদে খবর দেয়। খবর পেয়ে নৌবাহিনীর সদ্যরা উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও জানান ওসি।
বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকার ধীরেন্দ্র চন্দ্র দামের ছেলে চিত্তরঞ্জন দাম। তিনি বাগেরহাট পৌরসভার সাবেক কমিশনার ছিলেন।
গত মঙ্গলবার গভীর রাতে বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশের বোর পয়েন্ট এলাকায় ইলিশ মাছ ধরার সময়ে নৌবাহিনীর জাহাজ বিএনএস পদ্মা আটটি ট্রলারসহ ১০৪ ভারতীয় জেলেকে আটক করে। এ সময়ে তাদের কাছ থেকে বিপুল ইলিশ মাছ জব্দ করা হয়। পরে বুধবার রাতে আটক জেলেদের মংলার দিগরাজ নৌঘাটিতে আনার পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বলে জানান ওসি।