চুয়াডাঙ্গায় ‘কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ উদ্বোধন
চুয়াডাঙ্গা শহরের কোর্টপাড়ায় ঝিনুক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মুখে একটি কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ।
কর্মসূচির উদ্বোধনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) সায়মা ইউনূস , জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. পরিতোষ কুমার ঘোষ, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেজবাহউল হক।
উদ্বোধনের পর এক বক্তব্যে ভারপ্রাপ্ত সিভিল সার্জন জানান, চুয়াডাঙ্গা জেলায় এবার ৫ থেকে ১২ বছর বয়সী এক লাখ ৭৬ হাজার আটটি শিশুকে একটি করে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।
প্রধান অতিথি সোলায়মান হক জোয়ার্দ্দার কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর সময় নিয়ম অনুসরণ করে সরকারের গৃহীত কর্মসূচি যথাযথ বাস্তবায়নের ওপর সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।