অনুমোদিত মূলধন বাড়াবে সুহৃদ ইনডাস্ট্রিজ
শেয়ারবাজারে তালিকোভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইনডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনুমোদিত মূলধন বাড়াতে কোম্পানিটি তাদের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন আনবে। এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে ২২ অক্টোবর সকাল সোয়া ১০টায় গাজীপুরের কোনাবাড়িতে কারখানা প্রাঙ্গণে এর বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংশ্লিষ্ট রেকর্ড ডেট ১৫ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৫ কোটি ৩৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১২ কোটি ৮৯ লাখ টাকা।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ২১ টাকা ১০ পয়সা ও সর্বোচ্চ ২৩ টাকা ১০ পয়সা।