শিশু গুলিবিদ্ধ, আ.লীগের এমপির বিরুদ্ধে অভিযোগ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় গুলিতে সৌরভ নামের এক শিশু আহত হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সৌরভ সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকার সাজু মিয়ার ছেলে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারের অভিযোগ, গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে সৌরভ আহত হয়েছে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, ভোরে নিজ গাড়িতে চড়ে কোনো এক গন্তব্যে যাচ্ছিলেন সংসদ সদস্য (এমপি) লিটন। পথে গোপালচরণ গ্রামের ব্র্যাক মোড়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন তিনি। ওই সময় রাস্তার পাশে থাকা সৌরভ গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পরে। এ অবস্থায় তাকে সুন্দরগঞ্জ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সৌরভের শরীরে দুটি গুলি থাকার বিষয়টি নিশ্চিত করে। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে।
এ ব্যাপারে এমপি লিটনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে পাওয়া যায়নি।
জানতে চাইলে গাইবান্ধার পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম বলেন, ‘আমি বিষয়টি নিশ্চিত হলে আপনাদের নিশ্চিত করব।’