ডেঙ্গু হলে শরীরে করোনা প্রতিরোধ ক্ষমতা তৈরি হতে পারে : গবেষণা
ব্রাজিলের বিজ্ঞানীরা বলছেন, নভেল করোনাভাইরাসের বিরুদ্ধে মানবশরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি গড়ে তুলতে সক্ষম এডিস মশার কামড়ে সৃষ্ট ডেঙ্গু রোগজনিত অসুস্থতা।
বিশ্বে করোনার প্রকোপে আক্রান্ত দেশগুলোর মধ্যে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল অন্যতম। একটি সমীক্ষা বলছে, দেশটির যেসব এলাকায় ডেঙ্গুর মারাত্মক প্রাদুর্ভাব দেখা গিয়েছিল, সেসব এলাকায় করোনার সংক্রমণের হার কম। এই তথ্যের ওপর নির্ভর করে গবেষণা শুরু করেন বিজ্ঞানীরা। তাতে ইতিবাচক ফল পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন স্বয়ং গবেষক। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ডিউক ইউনিভার্সিটির অধ্যাপক মিগুয়েল নিকোলেলিসের নেতৃত্বে ব্রাজিলে গবেষণাটি পরিচালিত হয়। অধ্যাপক মিগুয়েল বলছেন, ব্রাজিলে ডেঙ্গুর সঙ্গে করোনার এই সম্পর্কের ওপর ভিত্তি করে শুরু হওয়া গবেষণাটির তত্ত্ব ও তথ্যগুলি সঠিক প্রমাণিত হলে, ডেঙ্গু সংক্রমিত ব্যক্তির শরীরে বা একটি কার্যকর ও নিরাপদ ডেঙ্গু ভ্যাকসিনের মাধ্যমে করোনাভাইরাসের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা তৈরি করা সম্ভব হতে পারে।
অধ্যাপক মিগুয়েল নিকোলেলিস আরো বলেন, ডেঙ্গুর প্রতিষেধক রয়েছে এমন ব্যক্তির শরীরে কখনো কখনো করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে। তারা করোনায় আক্রান্ত না হওয়া সত্ত্বেও এই অ্যান্টিবডি মিলেছে। মিগুয়েল নিকোলেলিসের মতে, সার্সকোভ-২ ভাইরাসের স্পাইক প্রোটিনগুলোকে নিষ্ক্রিয় করে দিতে পারবে, এমন অসংখ্য অ্যান্টিবডি দিয়ে তৈরি হয়েছে এই ‘অ্যান্টিবডি ককটেল’। এই অ্যান্টিবডি মানুষের শরীরে ঢুকলে করোনাভাইরাসকে প্রতিরোধ করার মতো ক্ষমতা গড়ে তুলবে বলে দাবি গবেষকদের।