ঋণমানে প্রিমিয়ার লিজিং ‘এ’
শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড ঋণমানে দীর্ঘ মেয়াদে ‘এ’ ও স্বল্প মেয়াদে ‘এসটি-২’ হিসেবে বিবেচিত হয়েছে। অর্থাৎ ঋণ পরিশোধ সক্ষমতায় কোম্পানিটি স্থিতাবস্থায় রয়েছে। কোম্পানিটির ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে এ মূল্যায়ন করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০০৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির এই কোম্পানির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০৯ কোটি ৪০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ১৪ কোটি ৭৮ লাখ টাকা। বাজারে কোম্পানির ১০ কোটি ৯৩ লাখ ৯৪ হাজার ৯২২টি শেয়ার রয়েছে।
গত এক মাসের মধ্যে এ কোম্পানির শেয়ারের সর্বনিম্ন দাম ছিল আট টাকা ৩০ পয়সা ও সর্বোচ্চ আট টাকা ৯০ পয়সা। সর্বশেষ এর দাম দাঁড়িয়েছে আট টাকা ৮০ পয়সা।