নরসিংদীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল খেলা অনুষ্ঠিত
নরসিংদীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শহরের মুসলেহ উদ্দিন ভূঞা স্টেডিয়ামে খেলা দুটি অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পলাশ উপজেলার পলাশ ২ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলার শীলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে জয়ী হয়েছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে পলাশ উপজেলার চলনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে।
ফাইনাল খেলায় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামাল হোসেন। খেলা শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় জেলার ছয়টি উপজেলা পর্যায়ে বিজয়ী বালক ও বালিকাদের ১২টি দল চূড়ান্ত পর্বে অংশ নেয়। এদের মধ্যে নকআউট পদ্ধতিতে চারটি দল ফাইনাল খেলা নিশ্চিত করে।