তুরস্কের আকাশসীমা লঙ্ঘন, রুশ রাষ্ট্রদূতকে আবারো তলব
রাশিয়ার যুদ্ধবিমান দুইদিনে দ্বিতীয়বারের মতো আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তুরস্ক। এ কারনে আবারো রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার।
তুরস্ক দাবি করেছে, গত শনিবারের মতো গত রোববারও রাশিয়ার একটি যুদ্ধবিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। প্রথম দিন তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতেই এলাকার ইয়ালদাগির কাছে আকাশ-সীমানায় প্রবেশ করার পর বিমানটিকে দেশটির দুটো যুদ্ধবিমান তাড়া করে। গত শনিবারের এ ঘটনার জন্য গতকাল সোমবার রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করা হয়।
বিবিসি জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার প্রতি সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে। তুরস্কসহ ন্যাটোর ২৮ সদস্যের এক বিবৃতিতে এই দায়িত্বহীন আচরণকে অত্যন্ত বিপজ্জনক বলে আখ্যায়িত করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের লঙ্ঘনের ঘটনা যেন না ঘটে, তা নিশ্চিত করতে রাশিয়ার প্রতি সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ন্যাটো।
যুক্তরাষ্ট্র দাবি করেছে, রাশিয়ার বিমানচালকরা জেনেশুনেই এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি উদ্বেগ প্রকাশ করে বলেছেন,‘এই যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করার অধিকার তুরস্কের ছিল।’ গত বছরের মার্চে সিরিয়ার একটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে তুরস্ক। গত মে মাসে তুরস্ক সিরিয়ার একটি বিমান ভূপাতিত করেছে।
তবে রাশিয়ার দাবি, গত শনিবার আকাশসীমা লঙ্ঘনের বিষয়টি অনিচ্ছাকৃত। খারাপ আবহাওয়ার কারণে মাত্র কয়েক সেকেন্ডের জন্য সেটি ঘটেছে।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেদ দাভুতুগলু জানিয়েছেন, আকাশসীমায় যেকোনো ধরনের যুদ্ধবিমান প্রবেশে বাধা দেওয়ার জন্য দেশটির সশস্ত্র বাহিনীকে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছে।
রাশিয়া গত বুধবার সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে। গত কয়েক মাস ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছে বলে সিরিয়া গতকাল সোমবার জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গত সোমবারই ১০টি লক্ষ্যস্থলে ১৫টি বিমান হামলা চালিয়েছে রাশিয়া। মস্কোর দাবি, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীকে লক্ষ্য করেই তাদের এই অভিযান। এতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঘটেছে বলে যে দাবি করা হচ্ছে তা প্রত্যাখান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।