আপনার জিজ্ঞাসা
সূরা পড়ে জান্নাতুল ফেরদৌসে যাওয়া যাবে?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭২৫তম পর্বে অস্ট্রেলিয়া থেকে ই-মেইলে সূরার ফজিলত সম্পর্কে জানতে চেয়েছেন রেজওয়ানা জেসমিন। প্রশ্নোত্তরের অনুলিখন করেছেন রেজাউল করিম।
প্রশ্ন : কেউ যদি ডেইলি মাগরিবের নামাজের পর সূরা আর-রহমান, সূরা ওয়াকিয়া অ্যান্ড সূরা হাদিদ—এই তিনটা সূরা একসঙ্গে পড়ে, এটা কি জান্নাতুল ফেরদৌসের আমল?
উত্তর : না, এই মর্মে কোনো হাদিসে আসেনি। এই তিনটা আমলকে, কোথাও মানে, সহিহ বর্ণনার মধ্যে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার আমল হিসেবে আখ্যায়িত করেছেন, আমার এ মুহূর্তে মোটেও খেয়াল পড়ছে না। এই তিনটি সূরার ফজিলতের ব্যাপারে বিভিন্ন বর্ণনা রয়েছে। মনে হয় না, এ ধরনের কোনো হাদিস পাওয়া গেছে। এই সূরার ফজিলত সম্পর্কে এমনিতেই বর্ণনা রয়েছে। সূরা আর-রহমানের ফজিলতের ব্যাপারে যে বর্ণনা রয়েছে, শেখ নাসিরুদ্দিন আলবানি (র.) তাঁর এক গ্রন্থে বর্ণনা করেছেন, এই মর্মে যতগুলো ফজিলতের বর্ণনা এসেছে, সব দুর্বল, গ্রহণযোগ্য নয়। সুরা আল-ওয়াকিয়ার ব্যাপারে একটি হাদিস সূরা তিরমিজির মধ্যে এসেছে এবং সে হাদিসটি সহিহ। সেটিতে সূরা ওয়াকিয়া তিলাওয়াতের ফজিলতের বিষয়টি উল্লেখ করা হয়েছে। বাকি সূরা আল-হাদিদের ব্যাপারেও, মানে এর ফজিলতের যে হাদিসগুলো রয়েছে, সে হাদিসগুলো বিতর্কিত। কিন্তু তিনটাকে একসঙ্গে করে পড়লে, এটাই জান্নাতুল ফেরদৌসের আমল এমন কোনো বক্তব্য কোনো হাদিসের গ্রন্থের মধ্যে এসেছে, তা আমার জানা নেই।