নরসিংদীতে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, একজন কারাগারে
নরসিংদীর পলাশ উপজেলায় বুদ্ধি প্রতিবন্ধী এক কিশোরী (১৭) ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার গভীর রাতে ওই কিশোরী ধর্ষণের শিকার হয় বলে জানা গেছে। এ ঘটনায় গ্রেপ্তার তৌকির সরকারকে আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত তৌকির সরকার (২১) উপজেলার গজারিয়া ইউনিয়নের মাঝেরচর এলাকার বাসিন্দা।
নির্যাতিত কিশোরীর পরিবারের সদস্যরা জানায়, গতকাল ওই কিশোরী তার ঘরে একা ছিল। গভীর রাতে তৌকির কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়ির পাশে পাহারায় রেখে ওই কিশোরীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটির চিৎকারে পাশের ঘর থেকে মামাতো ভাই নাইম এসে তৌকিরকে ধরে ফেলেন। পরে খবর দিলে পুলিশ এসে তৌকিরকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় ওই রাতেই অভিযুক্ত তৌকিরকে আসামি করে পলাশ থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন কিশোরীর মা।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, ‘এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’