যুক্তরাষ্ট্রে আগাম ভোটে রেকর্ড
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে। ইউএস ইলেকশন প্রজেক্টের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার পর্যন্ত দেশটির দুই কোটি ২০ লাখের বেশি ভোটার ডাকযোগে বা সশরীরে ভোটকেন্দ্রে গিয়ে হোয়াইট হাউসে কাকে দেখতে চান, সে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। গত বছর একই সময়ে মাত্র ৬০ লাখ ভোট পড়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এসব জানানো হয়েছে।
মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতেই আমেরিকানদের অনেকে আগাম ভোটকে বেছে নিচ্ছেন বলে ধারণা বিশ্লেষকদের।
আগাম ভোটের প্রথম দিনই গত মঙ্গলবার টেক্সাস অঙ্গরাজ্যে রেকর্ড সংখ্যক ভোট পড়ে। আগের দিন সোমবার সরকারি ছুটির দিন কলম্বাস ডেতে জর্জিয়ায় এক লাখ ২৬ হাজার ৮৭৬ ভোট পড়ে। জর্জিয়া অঙ্গরাজ্যে এর আগে কখনোই আগাম ভোটে এতটা সাড়া মেলেনি। এ ছাড়া ওহাইওতে ডাকযোগে ২৩ লাখের বেশি ভোট পড়েছে। ২০১৬ সালের চেয়ে এটি দ্বিগুণ।
এবার বিপুলসংখ্যক মানুষ আগাম ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন। তাঁদের কেউ কেউ ১০ ঘণ্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করছেন। তরুণ বা যুবক ভোটাররা এবার বিপুল সংখ্যায় বেরিয়ে এসেছেন ভোটকেন্দ্রে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে নির্বাচিত করতে ২০০৮ সালে যে বিপুল সংখ্যক ভোটার ভোটকেন্দ্রে গিয়েছিলেন, এবার তেমন উৎসাহ দেখা যাচ্ছে।