কারখানা শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, দুজন কারাগারে
নরসিংদীর সদর উপজেলায় কারখানার এক শ্রমিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত দুজনকে গ্রেপ্তারের পর আজ মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন সদর উপজেলার শীলমান্দির দক্ষিণ শীলমান্দি এলাকার মো. জামান মিয়া (৩০) এবং উসমান ভুইয়া (৩২)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাতের শিফটে কাজ করতে টেক্সটাইল মিলে যাওয়ার জন্য রওনা হন ওই নারী। পথে জামান মিয়া ও উসমান ভূইয়া ওই নারীকে রাস্তা থেকে তুলে নিয়ে যান। এরপর তাঁরা একটি কারখানার ফাঁকা জায়গায় নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন। এ সময় অজ্ঞাতনামা আরো একজন তাদের পাহারা দিচ্ছিলেন। ধর্ষণের পর আসামিরা চলে যাওয়ার সময় ঘটনা কাউকে বললে তাঁকে হত্যা এবং তাঁর বড় বোনকে ধর্ষণের হুমকি দিয়ে যান। ওই নারী সেখান থেকে বাড়ি যান। পরিবারের সদস্যরা তাঁর পরনের কাপড় ছেঁড়া কেন জানতে চাইলে তিনি কান্নাকাটি করেন। কিন্তু আসামিদের নাম প্রকাশ করেননি। তবে পরের দিন তাঁর ফুপু ও এক বান্ধবীর কাছে ধর্ষণের ঘটনাটি জানান এবং আসামিদের নাম প্রকাশ করেন। এ ঘটনায় গতকাল সোমবার রাতে ওই শ্রমিকের বাবা বাদী হয়ে জামান ও উসমানসহ তিনজনকে আসামি করে নরসিংদী সদর মডেল থানায় মামলা করেন।
নরসিংদীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের পরিদর্শক (প্রশাসন) মো. মনিরুজ্জামান বলেন, ‘ধর্ষণের ঘটনাটি জানার পর আমরা অভিযান চালিয়ে অভিযুক্ত জামান মিয়া ও উসমান ভুইয়াকে গ্রেপ্তার করি। তাঁরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। আজ বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’