রুশ ক্ষেপণাস্ত্র ‘ইরানে পড়েছে’
সিরিয়ায় লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য উৎক্ষেপিত রাশিয়ার চারটি ক্ষেপণাস্ত্র ইরানে পড়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ওপর দিয়ে যাওয়ার সময় চারটি রুশ ক্ষেপণাস্ত্র বিধ্বস্ত হয়েছে বলে যুক্তরাষ্ট্রের দুই কর্মকর্তা সংবাদ সংস্থাটিকে নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান।
সিএনএনের খবরে বলা হয়েছে, সিরিয়ার অভ্যন্তরে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে রাশিয়া। সিরিয়া থেকে প্রায় ১৫০০ কিলোমিটার দূরে কাসপিয়ান সাগরে রুশ নৌবহর থেকে এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হচ্ছে। আর ক্ষেপণাস্ত্রগুলো ইরান, ইরাক ও সিরিয়ার লক্ষ্যবস্তুতে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তারা এতে হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি। এদিকে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু সিরিয়ায় হামলা শুরু হওয়ার পর এ পর্যন্ত ১১২টি লক্ষ্যে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন।