ভোটের আগে চূড়ান্ত বিতর্কে মুখোমুখি ট্রাম্প-বাইডেন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আসন্ন। আগামী ৩ নভেম্বর নিজেদের রায় জানাবেন মার্কিন নাগরিকেরা। নির্বাচনের আগে শেষবারের মতো মুখোমুখি হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে চুড়ান্ত এই প্রেসিডেন্সিয়াল ডিবেটটি আয়োজন করা হয়েছে। বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল ৭টায় বিতর্কটি শুরু হয়।
সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শেষ বিতর্কে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মোকাবিলা, স্বাস্থ্যনীতি, বর্ণবাদ, জো বাইডেন ও তাঁর ছেলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ইত্যাদি বিষয়গুলো উঠে এসেছে।
গত বিতর্কে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই পেছনে ফেলে দিয়েছেন বাইডেন। জনমত জরিপেও এগিয়ে বাইডেন। আজকের বিতর্কে ট্রাম্প দাবি করেন, নভেল করোনাভাইরাসে বিশ্বের যেকোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর হার কম। এ ছাড়া কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করা হবে। এ ছাড়া সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের ‘ওবামাকেয়ার’ স্বাস্থ্যনীতির সমালোচনা করেন ট্রাম্প। অন্যদিকে বাইডেন বলেন, তিনি ক্ষমতায় এলে বৃহৎ পরিসরে স্বাস্থ্য খাতের উন্নয়ন করবেন।
এ ছাড়া বিতর্কে বর্ণবাদ নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বিক্ষোভমুখর পরিস্থিতির কথাও উঠে আসে।
বাইডেনের সমর্থনে ওবামা
এবারের নির্বাচনে বাইডেন পাশে পেয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। ডেমোক্র্যাট বাইডেনের সমর্থনে প্রথম থেকেই সরব বারাক ওবামা। এবার নিজেই প্রচার শুরু করেছেন বাইডেনের হয়ে।
কয়েকদিন আগে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ কারণে অনেকটা পিছিয়ে গেছে জো বাইডেন ও ট্রাম্পের শেষ বিতর্কের অনুষ্ঠান। করোনায় আক্রান্ত হওয়া ছাড়াও ট্রাম্পের করোনা মোকাবিলা নিয়েও ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন ট্রাম্পকে কোণঠাসা করতে ছাড়েননি।