স্পট মার্কেটে সুহৃদ ইন্ডাস্ট্রিজের লেনদেন শুরু কাল
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সুহৃদ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার আগামীকাল রোববার ও সোমবার স্পট ও ব্লক মার্কেটে লেনদেন হবে। পরের দিন রেকর্ড ডেটের কারণে এর লেনদেন বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদ অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা থেকে ১০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে। অনুমোদিত মূলধন বাড়াতে কোম্পানিটি তাদের সংঘস্মারক ও সংঘবিধির সংশ্লিষ্ট ধারায় পরিবর্তন আনবে।
এ বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন পেতে ২২ অক্টোবর সকাল সোয়া ১০টায় গাজীপুরের কোনাবাড়িতে কারখানা প্রাঙ্গণে এর বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির পরিশোধিত মূলধনের পরিমাণ ৪৫ কোটি ৩৫ লাখ টাকা। প্রতিষ্ঠানটির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৩২ দশমিক ২০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৩৯ দশমিক ৫৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী শূন্য দশমিক ৪২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীর কাছে ২৭ দশমিক ৭৯ শতাংশ শেয়ার রয়েছে।