আপনার জিজ্ঞাসা
স্বাস্থ্য সমস্যা না থাকলেও বসে নামাজ পড়া কি জায়েজ?
নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তরের অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় এনটিভির জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।
আপনার জিজ্ঞাসার ১৭৩৫তম পর্বে ডিওএইচএস, চট্টগ্রাম থেকে চিঠির মাধ্যমে প্রশ্ন করেছেন মো. মঈনুল হোসাইন। অনুলিখন : সজীব খান
প্রশ্ন : ঈমাম সাহেবের পিছনে নামাজ পড়তে গিয়ে কোনো রাকাত ছুটে গেলে সেগুলো কীভাবে পড়তে হবে? উদাহরণ হিসেবে জোহর-আসরের চতুর্থ রাকাত শুধু পেলে বাকি নামাজ কীভাবে শেষ করব? বৈঠক এবং সূরা কীভাবে পড়ব?
উত্তর : আপনি একা সালাত আদায় করলে যেভাবে আদায় করতেন, ঠিক সেভাবেই বাকি নামাজ আদায় করবেন। আপনার তিন রাকাত বাকি রয়েছে, এক রাকাত শেষ হয়েছে। সেভাবে আপনি সালাত আদায় করবেন।
আপনি সালাত প্রথম রাকাত থেকে শুরু করবেন। যেমন আপনি শুধু চতুর্থ রাকাত জামাতের সাথে পড়তে পারলে ঈমাম সালাম ফেরানোর পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় রাকাত পড়ে শেষ করবেন। চতুর্থ রাকাত জামাতের সাথে পাওয়ায় ওই রাকাত পুনরায় পড়ার দরকার নেই।
প্রশ্ন : বসে বসে নামাজ পড়ার মাসালা একটু আলোচনা করবেন। বিশেষ করে স্বাস্থ্যগত সমস্যা না থাকলেও অনেকে সুন্নত ও নফল নামাজ বসে পড়ে থাকেন।
উত্তর : ফরজ সালাত ছাড়া যত সুন্নত সালাত আছে সেগুলো বসে আদায় করা জায়েজ। সেখানে বসার অনুমোদন আছে। কিন্তু এ অনুমোদনটুকু এমন যে, সুস্থ থাকলেও পড়তে পারবেন, তবে সওয়াবের ক্ষেত্রে কম-বেশি হয়ে যাবে।
সুতরাং কোনো কাজের অনুমোদন পেলেই সে কাজটা করলে শুদ্ধ নয়। দাঁড়িয়ে পড়লে যে মর্যাদা বা সওয়াব পাওয়া যাবে, বসে পড়লে সে মর্যাদা বা সওয়াব পাওয়া যাবে না। এটিই হলো পার্থক্য।