মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আজ মঙ্গলবার দিনের আলোয় আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটির ভারমন্ট অঙ্গরাজ্যে স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টার দিকে (বাংলাদেশ সময় বিকেল ৪টা) ভোটগ্রহণ শুরু হয়। আজ আনুষ্ঠানিক ভোটগ্রহণ শুরু হলেও নয় কোটি ৬০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছেন। ছবি : রয়টার্স