হোয়াইট হাউসের বাইরে থেকে তিনজন গ্রেপ্তার
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ফল গণনার মধ্যেই স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় হোয়াইট হাউসের বাইরে জড়ো হয়েছিলেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের শত শত সমর্থক ও সম্প্রতি ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে যোগ দেওয়া আন্দোলনকারীরা। এর মধ্যেই হোয়াইট হাউসের বাইরে থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনবিসি নিউজ এ খবর জানিয়েছে।
এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়, রাতের শুরুতেই প্রথমে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিশৃঙ্খলা সৃষ্টির একটি ঘটনাকে কেন্দ্র করে আরো দুজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এর আগে হোয়াইট হাউসের বাইরে যে এলাকায় বাইডেন সমর্থক ও ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে যোগ দেওয়া ব্যক্তিরা জড়ো হয়েছিলেন, সেটিকে সম্প্রতি ‘ব্ল্যাক লাইভস ম্যাটার প্লাজা’ নামকরণ করা হয়।
ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনে অংশ নেওয়া ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের বাসিন্দা ২৭ বছর বয়সী মালিক উইলিয়ামস বলেছিলেন, ‘বর্তমান প্রেসিডেন্টের এখান থেকে (হোয়াইট হাউস) বেরিয়ে যাওয়ার সময় হয়েছে বলে আশা করছি। আর এজন্য আগাম উদযাপন করতেই এখানে এসেছি।’
মালিক উইলিয়ামস আরো বলেন, ‘আমি মোটেও উদ্বিগ্ন নই। আমি মনে করি, তিনি (ট্রাম্প) হারবেন এবং এটি তাঁর একটি ঐতিহাসিক পরাজয় হবে।’
এ ছাড়াও বাইডেন সমর্থকদের অনেকেই দূর-দূরান্ত থেকে হোয়াইট হাউসের বাইরে অবস্থান নেন। এর মধ্যে রুবি এস্তয় (৪০) ও তাঁর বন্ধু লেনজা (৩৪) এসেছেন ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে। রুবি এস্তয় বলেন, ‘আমরা শক্তি সঞ্চার করতে এখানে এসেছি।’
পেনসিলভানিয়া থেকে আসা ট্রেসি ও ম্যারিল্যান্ডের লরি রিকস জানিয়েছেন, তাঁরা ছুটি নিয়ে এখানে এসেছেন। রিকস বলেন, ‘আমাদের দেশে এতদিন যা হয়ে আসছে, তা দেখে আমি অসুস্থ হয়ে পড়েছি।’