বিএসআরএম স্টিলের পর্ষদ সভা ১৭ অক্টোবর
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিএসআরএম স্টিল লিমিটেডের পর্ষদ সভা ১৭ অক্টোবর বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। এ সভায় ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সুপারিশ করা হতে পারে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
২০১৪ সালের শেষ হওয়া হিসাব বছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এ হিসাব বছরে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১২৩ কোটি ৯২ লাখ ২০ হাজার টাকা, শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ২৫ টাকা ৩৪ পয়সা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) তিন টাকা ৬৩ পয়সা।
২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির বর্তমানে অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ৩৪১ কোটি ৭৮ লাখ টাকা। মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালক ৭০ দশমিক ৮৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১৫ দশমিক ৪১ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের শূন্য দশমিক ৩৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ৩৭ শতাংশ শেয়ার।