পাকিস্তান মুসলিম লীগের (এন) সভাপতি নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ ইদানীং দেশটির রাজনীতিতে বেশ সরব ভূমিকা নিতে শুরু করেছেন। জনপ্রিয় প্রধানমন্ত্রী ইমরান খানকে টেক্কা দিতে উঠেপড়ে লেগেছেন তিনি। সম্প্রতি বিরোধীদলীয় জোট গঠনে নেতৃস্থানীয় ভূমিকায় ছিলেন তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক মাত্রায় দ্যুতি ছড়াতে শুরু করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী বাবা নওয়াজ ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী চাচা শাহবাজ শরিফের উত্তরসূরি হিসেবে নিজেকে যোগ্য প্রমাণে প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন মরিয়ম। সবকিছু সামলে পুরোদস্তুর রাজনীতির ময়দানে সময় পার করছেন তিন সন্তানের জননী মরিয়ম। ছবি : ফেসবুক থেকে নেওয়া