গাইবান্ধায় আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু
গাইবান্ধা সদর উপজেলায় আগুনে পুড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন মর্জিনা বেগম ও মেয়ে আসমাউল হুসনা। পরিবার ও প্রতিবেশীরা এ অগ্নিকাণ্ডকে রহস্যজনক বলেছেন।
গাইবান্ধা ফায়ার সাভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা গোলাম মোস্তফা এনটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তার আগেই এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠিয়েছে।
নিহত মর্জিনার স্বামী আশরাফুল ইসলাম এ অগ্নিকাণ্ডকে রহস্যজনক বলে অভিযোগ করছেন।