এমপি অপরাধ করলেও বিচার হবে : স্বাস্থ্যমন্ত্রী
গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে আদালতের আদেশ অনুযায়ী আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, অপরাধী সংসদ সদস্য (এমপি) হোক আর যেই হোক, তাকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা হবে।
মঙ্গলবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঢোলভাঙ্গায় আমিরউদ্দিন ন্যাশনাল প্রি ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
১৪ দলের সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে, যদি কেউ অপরাধ করে সে যেই হোক আমার দলের এমপি হোক বা নেতা হোক তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোর্ট যেহেতু তাঁকে (লিটন) সারেন্ডার করতে বলেছেন, আমি বিশ্বাস করি, এমপি হিসেবে তাঁর উচিত হবে লোয়ার কোর্টে সারেন্ডার (নিম্ন আদালতে আত্মসমর্পণ) করে নিজেকে আইনের কাছে সোপর্দ করা এবং আইনের কাছে তাঁর বক্তব্য তুলে ধরা। এ ব্যাপারে কোনো ই নাই। আইন যে পথে চলবে সেপথে আমরা চলব।’
পরে জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার শেষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মোহাম্মদ নাসিম।
সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আরেক সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আলহাজ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজুর রহমান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা।
সম্মেলনের উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাউছার।