রাজবাড়ীতে বাস উল্টে আহত ১৫
রাজবাড়ী সদর উপজেলার কল্যাণপুর ফেলুর দোকানের কাছে আজ মঙ্গলবার বাস উল্টে শিশুসহ ১৫ জন বাসযাত্রী আহত হয়েছে।
বিকেল সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া থেকে দৌলতদিয়া যাওয়ার পথে খন্দকার পরিবহন (রাজবাড়ী-জ-০৪-০০০৬) নামের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, দুর্ঘটনার পর পরই এলাকাবাসী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত বাসযাত্রীদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠিয়ে দেয়। আহতদের মধ্যে ৯ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত গোয়ালন্দ ঘাট থানার পুলিশ সদস্য আসলামকে রাজবাড়ী হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।
দুর্ঘটনায় আহত হয়ে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তিরা হলেন সুজন (২), আবদুর রাজ্জাক (৩৫), মামুনুর রশিদ (২৭), জাহিদ (৪০), রিংকু (১৮), সুরাইয়া (৫), ইপা (৩), নায়েব আলী (৩০), সোমাইয়া (২৬) ও মিজানুর রহমান (৪৫)। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
আহত বাসযাত্রী সবার বাড়ি রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে। বাসের চালক ও তাঁর সহকারী পলাতক রয়েছেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।