নাইজেরিয়ায় জাতিগত সহিংসতায় নিহত ১৮
পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় এডো রাজ্যে স্থানীয় দুটি গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। হামলায় নিহতদের মধ্যে দুই পুলিশ সদস্য রয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি জানায়, রোববার প্রাদেশিক রাজধানী বেনিনে এই সংঘর্ষের ঘটনা।
রাজ্যটির এক কর্মকর্তা জানান, প্রাণঘাতী এ সংঘর্ষে উভয় পক্ষেরই অনেক লোক হতাহত হয়েছে। এ ছাড়া বেশকিছু ঘর-বাড়িতে অগ্নিসংযোগও করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্যকে পাঠানো হয়েছে।
উল্লেখ, নাইজেরিয়ায় জাতিগত সহিংসতা প্রায়ই ঘটে। সাধারণত আধিপত্য বিস্তার, ভূমি ও খনিজ সম্পদের দখল ও নিয়ন্ত্রণ ইত্যাদি নিয়ে এই সংঘর্ষগুলো ঘটে থাকে। ভয়াবহ এসব সহিংসতায় প্রতিবছর দেশটিতে কয়েকশ মানুষের মৃত্যু হয়।