ছয় মাস পর মিয়ানমারের জঙ্গল থেকে ফেরা
দীর্ঘ ছয় মাস পর মিয়ানমারের জঙ্গল থেকে চুয়াডাঙ্গায় ফিরেছে পাচারের শিকার কিশোর মো. সুমন (১৬)।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিট সুমনকে পরিবারের কাছে হস্তান্তর করে। তাঁর বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় বলদিয়া গ্রামে।
ফিরে আসা কিশোর সুমন জানায়, পার্শ্ববর্তী ডিহি কেষ্টপুর গ্রামে দালাল মাসুদ মোল্লা মালয়েশিয়ার পাইপ কারখানায় চাকরি দেওয়ার নাম করে সমুদ্রপথে তাকে মিয়ানমার পাঠায়। দীর্ঘ ছয় মাস সাগরে ও মিয়ানমারের জঙ্গলে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় তাকে।
সুমন আরো জানায়, সাগরে একমুঠো ভাত ও ৫০ গ্রাম পানি আর জঙ্গলের কাঁকড়া খেয়ে কোনোরকমে প্রাণে বেঁচে ছিল সে। পরে মিয়ানমার নৌবাহিনীর হাতে ধরা পড়ার পর দেশে ফেরত আসে সে।
সুমনের চাচা সাজ্জাদ হোসেন জানান, সুমনকে জঙ্গলে আটকে রেখে দুই লাখ ৩০ হাজার টাকা আদায় করে দালাল চক্র। ছেলের জীবন বাঁচাতে এত টাকা দেওয়া হয়। এ সময় তিনি দালাল মাসুদ মোল্লার বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।
রেড ক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুর রহমান জানান, সুমনের পরিবারকে প্রয়োজনীয় আইনি সহায়তা দেওয়া হবে।