পিরোজপুরে সরকারি চালসহ আটক দুই
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় পাঁচ বস্তা সরকারি চালসহ দুজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। গতকাল রোববার রাতে ইন্দুরকানী বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন চালের ডিলার মোহাম্মদ বাহারুল (৫৪) ও রিকশাচালক শাহ আলম (৫৩)।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে নিজ গোডাউন থেকে রিকশায় করে পাঁচটি বস্তা নিয়ে যাচ্ছিলেন ডিলার বাহারুল। এ চালগুলো তিনি বাজারের আশ্রাব আলীর দোকানে বিক্রি জন্য নিয়ে যাচ্ছিলেন। এ সময় বাজারের লোকজন বিষয়টি সন্দেহ হলে চালসহ রিকশাটি জব্দ ও বাহারুলকে আটকে রেখে থানায় খবর দেয়। পরে পুলিশ এসে ডিলার বাহারুল ও রিকশাচালক শাহ আলমকে আটক করে থানায় নিয়ে যায়। সেইসঙ্গে আশ্রাব আলীর দোকানে তল্লাশি করে খাদ্য অধিদপ্তরের লোগো ছাপানো চালের ছয়টি খালি বস্তা জব্দ করে পুলিশ।
ইন্দুরকানী থানার পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচ বস্তা চালসহ দুজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।