বাইডেনের সিনিয়র প্রেস টিম সামলাবেন যে দুই নারী
সিনিয়র প্রেস টিমের সব পদে নারীদের নিয়োগ দিয়ে ইতিহাস গড়লেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রবীণ ডেমোক্র্যাটিক মুখপাত্র জেন সাকিকে প্রেস সেক্রেটারি এবং নির্বাচনি প্রচারণার মুখপাত্রের দায়িত্বে থাকা কেইট বেডিংফিল্ডকে হোয়াইট হাউসের কমিউনিকেশনস ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন বাইডেন। জেন সাকি বারাক ওবামা প্রশাসনের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন। বিবিসির খবরে এসব তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে বাইডেন বলেছেন, ‘সব নারী সদস্যদের নিয়ে হোয়াইট হাউসের কমিউনিকেশন্স টিম ঘোষণা করতে পেরে আজ আমি গর্বিত।’
এ ছাড়া বিবিসি জানায়, নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের শীর্ষ দুই প্রেস সহকারী হবেন সিমোন স্যান্ডার্স ও অ্যাশলে এটিয়েন।
অন্যদিকে থিংক ট্যাংক প্রতিষ্ঠান সেন্টার ফর আমেরিকান প্রোগ্রেসের প্রেসিডেন্ট নিরা ট্যানডেনকে অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের পরিচালক এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ সিসিলিয়া রৌজকে বাইডেন প্রশাসনের কাউন্সিল অব ইকনোমিক অ্যাডভাইজরসের চেয়ারম্যান করা হতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
জো বাইডেন যখন প্রেসিডেন্ট হিসেবে কাজ শুরুর প্রস্তুতিপর্বে ব্যস্ত সময় পার করছেন, ঠিক তখন প্রেসিডেন্ট ট্রাম্প ৩ নভেম্বরের ভোটের ফলাফল নিজের দিকে ঘোরাতে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাই বলে যাচ্ছেন। ট্রাম্প বলেছেন, আগামী ছয় মাসেও তিনি নির্বাছনের ফল মেনে নেবেন না। নির্বাচনের পর দেওয়া প্রথম টেলিভিশন সাক্ষাৎকারে ফক্স নিউজকে গতকাল রোববার এ কথা বলেন ট্রাম্প।
যদিও গত বৃহস্পতিবার প্রথমবারের মতো পরাজয় স্বীকার করার কথা জানান ট্রাম্প। তিনি বলেছিলেন, ইলেকটোরাল কলেজ ভোটে বাইডেন বিজয়ী হলে অবশ্যই তিনি তা মেনে নেবেন।