কিংবদন্তি নৃত্যশিল্পী দেবু আর নেই
ভারতের কিংবদন্তি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আস্তাদ দেবু (৭৩) মারা গেছেন। প্রয়াতের পরিবার জানিয়েছে, কিছুদিন অসুস্থতায় ভোগার পর ১০ ডিসেম্বর মুম্বাইয়ে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন দেবু। কত্থক ও কথাকলির সংমিশ্রণ এবং নৃত্যের বিভিন্ন ইউনিক ফিউশন ফর্মের জন্য বিখ্যাত ছিলেন দেবু।
ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে বলা হয়েছে, আস্তাদ দেবু ১৯৯৬ সালে ভারত সরকার প্রদত্ত সংগীত নাটক আকাদেমি পুরস্কার পান। ২০০৭ সালে পান পদ্মশ্রী। বেশ কয়েকটি হিন্দি সিনেমায় কোরিওগ্রাফি করেছেন তিনি।
ভারতের কিংবদন্তি চিত্রশিল্পী মকবুল ফিদা হুসেন পরিচালিত ২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মীনাক্ষি : এ টেল অব থ্রি সিটিস’ সিনেমায় কোরিওগ্রাফি করেছেন দেবু। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন টাবু ও কুনাল কাপুর।
কিংবদন্তি নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আস্তাদ দেবুর মৃত্যুতে শোকে মুহ্যমান ভারতের বিনোদন অঙ্গন। নন্দিতা দাস, নিমরাত কৌর, সাগরিকা ঘোষ, এহসান নুরানিসহ অনেকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।