মাটি খুঁড়তেই ৮৮৬ গুলি উদ্ধার
রাজবাড়ী সদর উপজেলার উদয়পুর গ্রাম থেকে আজ মঙ্গলবার দুপুরে বন্দুকের ৮৮৬টি গুলি, চারটি ম্যাগাজিন ও ১১টি চার্জার উদ্ধার করেছে পুলিশ।
রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, বসন্তপুর ইউনিয়নের উদয়পুর গ্রামের ওলি মোল্লা নামের এক ব্যক্তির মেহগুনি বাগানে কয়েকজন শ্রমিক আজ দুপুরে মাটি খুঁড়ে গাছ কাটছিলেন। এ সময় তাঁরা দুটি টিনের বাক্স দেখতে পান। বাক্স দুটি খুললেই দেখা যায় প্রচুর গুলি। তারা বিষয়টি সদর থানায় জানান। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে গুলি, ম্যাগাজিন ও চার্জারগুলো উদ্ধার করে।
রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান ও পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ সুপার জানান, ধারণা করা হচ্ছে গুলিগুলো মুক্তিযুদ্ধের সময়ের অথবা কোনো সন্ত্রাসী গ্রুপ এখানে মাটির নিচে গুলিগুলো পুঁতে রেখেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।