টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী অপর্ণা ঘোষ সাত পাকে বাঁধা পড়েছেন। ১০ ডিসেম্বর মধ্যরাতে সনাতন ধর্মীয় রীতি অনুসারে চট্টগ্রামের আগ্রাবাদের লোকনাথ বাবার মন্দিরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী। পাত্র অপর্ণার দীর্ঘদিনের বন্ধু সাতরাজিৎ দত্ত। অপর্ণার বধূ বেশের স্থিরচিত্র এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। চলুন, একঝলকে দেখে নেওয়া যাক বধূ বেশে অপর্ণাকে। ছবি : চিত্রগল্প