এবার ভুটানের সঙ্গে ‘কূটনৈতিক সম্পর্ক’ স্থাপন ইসরায়েলের
ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে ইসরায়েল। শনিবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশখেনাজি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার চক্র আরো সম্প্রসারিত হচ্ছে। ভুটানের সঙ্গে সম্পর্ক স্থাপনের মধ্য দিয়ে এশিয়ায় ইসরায়েলি সম্পর্কের গভীরে নতুন একটি স্তর তৈরি হয়েছে।
নতুন এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে তিনি বলেন, ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চায়, এমন দেশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।
এর আগে উত্তর আফ্রিকার দেশ মরক্কোর সঙ্গে ইসরায়েলের শান্তিচুক্তির কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিকে গত আগস্ট থেকে এখন পর্যন্ত চারটি আরব দেশ ইসরায়েলের সঙ্গে শান্তিচুক্তি করে। দেশগুলো হলো সংযুক্ত আরব আমিরাত, সুদান, মরক্কো ও বাহরাইন।
আরব আমিরাতের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর পর্যটন, বিমান ও অর্থনৈতিক সেবাসহ বিভিন্ন ইস্যুতে আরো বেশ কয়েকটি চুক্তি হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তির মধ্যস্থতা করেছেন।