লন্ডনে ‘ভিনগ্রহের যান’ বিধ্বস্ত!
পশ্চিম লন্ডনে একটি সড়কের মাঝখানে পড়ে যাওয়া একটি রহস্যময় বস্তু নিয়ে পুলিশ বিপাকে পড়েছে।
কিংস্টোনের একটি রাস্তায় ওই বস্তুটি দেখে পুলিশকে খবর দেওয়া হয়েছিল। পুলিশ আসার পর প্রাথমিকভাবে জানায়, বস্তুটিকে ভিনগ্রহের যান বলে তাদের মনে হচ্ছে।
কিংস্টোন পুলিশের ফেসবুক পেজে বলা হয়, বস্তুটি দেখে পুলিশ স্তম্ভিত। জরুরি সেবা দেওয়া পুলিশ-দলের কর্মকর্তারা যখন ঘটনাস্থলে পৌঁছান, তখন তাঁরা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না! যে কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন, তাঁরা বর্ণণা করেন যে বস্তুতি দেখে তাঁদের মনে হচ্ছে, ভিনগ্রহের একটি যান বিধ্বস্ত হয়েছে।
তবে আরো তদন্তের পর পুলিশ বলছে, বস্তুটি উল্টানো কোনো পিজা ওভেন হতে পারে। তবে সেটি রাস্তার মাঝে পড়ে কীভাবে জ্বলে উঠল, সেটি এখনো স্পষ্ট নয়।